Studypress News

একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী আর নেই

29 Aug 2016

নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত ২৮ শে আগস্ট বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী। প্রবাসী কবি শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর হিন্দু-মুসলমানের দাঙ্গার পর তার পরিবার স্থায়ীভাবে ঢাকায় চলে আসেন। ১৪ বছর বয়সে শহীদ কাদরীর প্রথম কবিতা ‘এই শীতে’ বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় প্রকাশিত হয়। তিনি ২০১১ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন খ্যাতিমান এ কবি। তার     উল্লেখযোগ্য  কাব্য    গ্রন্থ হলঃ 
উত্তরাধিকার (১৯৬৭),তোমাকে অভিবাদন, প্রিয়তমা (১৯৭৪)কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮)
আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।  
 তার  উল্লেখযোগ্য  সংকলনঃ শহীদ কাদরীর কবিতা,তোমার জন্যে