Studypress News

ইসরাইলে গঠিত আরব দলগুলোর “ জয়েন্ট লিস্ট” গঠন।

25 Oct 2014

 আরব রাজনৈতিক দলগুলোর একটি জোট ইসরায়েলে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।ইসরায়েলে বসবাসকারী আরব জনগোষ্ঠীর সংখ্যা ১৭ লাখ। এটি দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ। নতুন জোটে আরব বংশোদ্ভূত মুসলিম, খ্রিষ্টান, দ্রুজ ও ইহুদিরা রয়েছে।১২০ সদস্যের ইসরায়েলি পার্লামেন্টে (নেসেট) ঠাঁই করে নিতে একটি রাজনৈতিক দলের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোট নিশ্চিত করতে গত বছরই ওই জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবে রাজনীতিতে ‘জয়েন্ট লিস্টের’ আত্মপ্রকাশে ইসরায়েলের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিজেদের আগের তুলনায় কম উপেক্ষিত ভাবতে শুরু করবে—এমনটাই আশা করা হচ্ছে। জোটের সবচেয়ে বড় শরিক হাদাশের নেতা আয়মান ওদেহ বলেন, তাঁরা লোকচক্ষুর অন্তরালের মানুষদের প্রতিনিধিত্ব করছেন। সব মানুষের কাছে তাঁরা আশার বার্তা পৌঁছে দিতে চান, কেবল আরব বা ইহুদিদের কাছে নয়।