Studypress News

Very বনাম Too

28 Aug 2016

বাক্য ২টি দেখুন। কি পার্থক্য দেখা যাচ্ছে?

A: It is very hot.
B: It is too hot.

A হলো একটি সরল বক্তব্য যে 'এটি অনেক গরম'। 
কিন্তু B তে বোঝাচ্ছে 'এটি মাত্রার অধিক গরম'। \

আরো কিছু বাক্য দেওয়া হলো:

C: Lisa is very tall.
D: Lisa is too tall.

C হলো একটি সরল বক্তব্য যে লিসা অনেক লম্বা একটি মেয়ে। 
কিন্তু D তে একটি নেতিবাচক অনুভূতি তৈরী করছে যে লিসা প্রয়োজনের তুলনায় বেশি লম্বা, বা সে এতো লম্বা যে ছাদে তার মাথা ঠেকে যাচ্ছে এমন কোনো কিছু। 

তাই মনে রাখতে হবে, বাক্যে too ব্যবহারে একটি নেতিবাচক অনুভূতি প্রকাশ পায়।