Studypress News
Past Continuous Tense এর সাথে Simple Past Tense এর ব্যবহার
26 Aug 2016
Past Continuous Tense ব্যবহার:
was/were + (verb) + ing
was eating or were going
# এটি ব্যবহৃত হয় অতীতে কিছু ঘটেছিলো এবং কিছুক্ষণের জন্য ঘটনাটি স্থায়ী ছিল এমন অর্থে:
For example:
From 8:00 to 8:30 I was taking a bath.
# আমরা Past Continuous Tense এর সাথে Simple Past Tense ব্যবহার করি যখন আমাদের দেখতে হবে একটি কাজ ঘটার মধ্যেই আরেকটি ঘটেছিলো।
For example:
I was taking a bath and the telephone rang.
[এখানে বোঝানো হচ্ছে আমার গোসল করার সময়ের মধ্যেই টেলিফোন বেজেছিল ]
# এছাড়াও আমরা past continuous tense এর সাথে simple past tense জোড়া লাগাতে পারি when, while এবং as শব্দগুলো ব্যবহার করতে পারি।
When I was taking a bath, the telephone rang.
The telephone rang when I was taking a bath.
While I was taking a bath, the telephone rang.
The telephone rang while I was taking a bath.
As I was taking a bath, the telephone rang.
The telephone rang as I was taking a bath.
# উল্লেখ্য যে, When, While এবং As বাক্যের প্রথমে ব্যবহার করলে phrase টির পরে একটি কমা (,) বসাতে হবে।