Studypress News
লেভার কাপে ফেদেরার-নাদাল জুটি
26 Aug 2016
পরস্পরের বিপক্ষে ৩৪ বার খেলেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জুটি বেঁধে। আগামী বছর থেকে শুরু হতে যাওয়া নতুন টুর্নামেন্ট লেভার কাপে ইউরোপের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে দ্বৈতে খেলবেন ফেদেরার ও নাদাল।
পুরুষ টেনিসে সর্বশেষ ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামজয়ী অস্ট্রেলীয় কিংবদন্তি রড লেভারের নামে টুর্নামেন্টের প্রথম আসর বসছে ২০১৭ সালের সেপ্টেম্বরে চেক প্রজাতন্ত্রের প্রাগে।
ইউরোপ খেলবে সাবেক সুইডিশ তারকা বিওন বোর্গের অধিনায়কত্বে, বিশ্ব একাদশের অধিনায়ক যুক্তরাষ্ট্রের জন ম্যাকেনরো।