Studypress News

ইতালির ভূমিকম্পের বর্তমান পরিস্থিতি ভয়াবহ

25 Aug 2016

ইতালির মধ্যাঞ্চলে গতকাল (২৪/০৪/২০১৬ ইং) বুধবারের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আজ বৃহস্পতিবার সকাল নাগাদ বেড়ে ২৪৭-এ পৌঁছেছে। আহত হয়েছে কমপক্ষে ৩৬৮ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকদের খোঁজে গতকাল রাতভর তল্লাশি চালিয়েছেন উদ্ধারকর্মীরা। তাঁরা জীবিত লোকদের খোঁজে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে আজ ভোরেও উদ্ধারকর্মীদের বিরামহীন তৎপরতা দেখা গেছে। ভূমিকম্পে দেশটির আমাত্রিচের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি সতর্ক করে ছিলেন, হতাহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আজ সকালে ইতালির জাতীয় ও আঞ্চলিক কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৪৭-এ পৌঁছেছে। রিয়েতি প্রদেশে ১৯০ জন নিহত হয়েছে। ৫৭ জন নিহত হয়েছে আসকোলি পিসেনো প্রদেশে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চার হাজারের বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। তাঁরা উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) হিসাব অনুযায়ী, ইতালিতে গতকাল আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী রেনজি তাঁর নির্ধারিত ফ্রান্স সফর বাতিল করেছেন। সামগ্রিক পরিস্থিতি সামাল দিতে তিনি দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।