Studypress News
বাংলাদেশের ওষুধ সবচেয়ে বেশি যাচ্ছে মিয়ানমারে
24 Aug 2016
বাংলাদেশ ১৯৮২ সালে অর্ডিন্যান্স জারি করে বিদেশের ওষুধ নিয়ন্ত্রণের ব্যাপারে। নতুন করে ২০০৫ সালে বৃহৎ পরিসরে ড্রাগ অর্ডিন্যান্স জারি করা হয়।
# এই মুহূর্তে বিশ্বের অনুন্নত ৪৮ দেশের মধ্যে ওষুধ উৎপাদনে শীর্ষে বাংলাদেশ।
# ২৫৭ কোম্পানির ২৪ হাজার ব্র্যান্ডের ওষুধ।
# বছরে ২৫ হাজার কোটি টাকার ওষুধ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যাচ্ছে।
# বাংলাদেশের ওষুধ সবচেয়ে বেশি যাচ্ছে মিয়ানমারে। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা।
# ওষুধ রপ্তানির পথিকৃত বেক্সিমকো। ১৯৯২ সালে ইরাক, হংকং, ভিয়েতনাম, কোরিয়াতে পেনিসিলিন পাঠিয়ে চমক দেয়। এরপর রপ্তানি করা হয় প্যারাসিটামল। নতুন করে এবার রপ্তানি হবে কার্ভিডিলোল। আমেরিকার অনুমোদন পাওয়ায় হৃদযন্ত্রের ব্যাধি নিরাময়ের এই দুর্লভ ওষুধটি রপ্তানি করতে পারবে বেক্সিমকো।
# এই মুহূর্তে বাংলাদেশের ওষুধ যাচ্ছে ১৬০ দেশে।