Studypress News

বাংলাদেশ ও ইতালিতে শক্তিশালী ভূমিকম্প

24 Aug 2016

বাংলাদেশ:

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা, পাবনা, নাটোর। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আসাম, কলকাতা এবং মায়ানমারের বিভিন্ন অঞ্চলে। 

ভূমিকম্পটি অনুভূত হয় বুধবার (২৪/০৮/২০১৬ ইং) বাংলাদেশ সময় বিকাল ৪ টা ৩৭ মিনিটে। 

ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮ এবং উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে দক্ষিণ-পূর্ব দিকে ৫০০ কিলোমিটার দূরে। 

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। 

ইতালি:

ইতালির মধ্যাঞ্চলে ছয় দশমিক দুই মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ নিহত হয়েছে 

বেশ কিছু ভবন ধসে পড়ে লোকজন চাপা পড়ে আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাকুমোলি এবং অ্যামাত্রিসি শহর জুড়ে নিহত হয়েছে ২৭ জন। আর কাছাকাছি আরকুয়াটা এলাকায় নিহত হয়েছে আরও ১০ জন।

বুধবার (২৪/০৮/২০১৬ ইং) ভোররাত ৩টা ৩৬ মিনিটে উমব্রিয়া অঞ্চলের পেরুজিয়া প্রদেশের নরচা টাউনের কাছে ভূমিকম্পটির উৎপত্তি।

ভূমিকম্পের প্রাথমিক ধাক্কার পর পরবর্তী চার ঘন্টায় ৬০টি পরাঘাত হয়েছে, এর মধ্যে একটি পাঁচ দশমিক পাচ মাত্রার ছিল।

আইএনজিভি ভূমিকম্পটির মাত্রা ছয় বলে জানিয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো অ্যাকুমোলি, আমাত্রিসি, পোস্তা এবং আরকুয়াটা দেল টরোনটো।