Studypress News
Parallel Verbs এর ব্যবহার
23 Aug 2016
ইংরেজিতে কথা বলতে ও লেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের কি ঘটছে এটা বলার জন্য একের অধিক Verb ব্যবহার করতে হয়।
Example:
Karim speaks and studies English.
#### মনে রাখতে হবে যখন কর্তা দুই বা ততোধিক কাজ করে, তখন Verb এর ক্ষেত্রে একই Tense হবে।
যেমন:
Karim spoke and studied English.
Karim will speak and (will) study English.
Karim cn speak and (can) study English.
Karim is speaking and (is) studying English.
যদি Verb এর সাথে কোন helping verb থাকে (যেমন: will, can, is, are, etc) তাহলে এটিকে অবশ্যই প্রথম Verb এর আগে বসাতে হবে। দ্বিতীয় Verb এর আগে বসালেও চলে না বসালেও চলে। তবে, সাধারণত ব্যবহার করা হয়না।