Studypress News
উসাইন বোল্টের ‘ট্রিপল-ট্রেবল’
22 Aug 2016
ছেলেদের চারশ’ মিটার রিলেতেও স্বর্ণ জিতলেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট। টানা তিন অলিম্পিকের তিন ইভেন্টেই স্বর্ণ জিতে অনন্য রেকর্ড গড়লেন এই গতিদানব।এর আগে রিও অলিম্পিকের ১০০ ও ২০০ মিটারের স্বর্ণপদক জিতে নেন জ্যামাইকান বিদ্যুৎ।এই ইভেন্টে রুপা জিতেছে জাপান। আর দৌড়ে দ্বিতীয় হলেও ডিসকোয়ালিফাইয়ের কারণে বোঞ্জ পায়নি যুক্তরাষ্ট্র। চতুর্থ স্থানে থেকে বোঞ্জ পেয়েছে কানাডা।বেইজিং ২০০৮, লন্ডন ২০১২-এর পর এবার রিও ২০১৬ অলিম্পিকেও জিতলেন ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং ৪০০ মিটার রিলের স্বর্ণপদক। অলিম্পিকে ‘ট্রিপল-ট্রেবল’ জিতে কিংবদন্তি তো হলেনই, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন জ্যামাইকান ‘গতিসম্রাট’ ।