Studypress News
এক নজরে রিও অলিম্পিক ২০১৬
21 Aug 2016
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক অফিসিয়ালি ৩১তম অলিম্পিয়াডের গেমস এবং সাধারণভাবে রিও ২০১৬ নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
পদক তালিকা:
দেশের নাম সোনা রুপা বোঞ্জ মোট
যুক্তরাষ্ট্র ৪৬ ৩৭ ৩৮ ১২১
গ্রেট ব্রিটেন ২৭ ২৩ ১৭ ৬৭
চীন ২৬ ১৮ ২৬ ৭০
রাশিয়া ১৯ ১৮ ১৯ ৫৬