Studypress News
ফুটবলে প্রথমবার অলিম্পিক স্বর্ণ পদক পেল ব্রাজিল
21 Aug 2016
অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণ হলো পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের। রিও অলিম্পিকে ছেলেদের ফুটবলের ফাইনালে ব্রাজিল টাইব্রেকারে ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে স্বর্ণ জিতেছে স্বাগতিকরা।
জয়ের পটভূমি রচনা হয় টাইব্রেকারে দুই দলই প্রথম চারটি করে নেয়া শটে সাফল্য পাওয়ার পর। নিল পিটারসেনের নেয়া জার্মানির পঞ্চম শটটি ব্রাজিলের গোলকিপার ওয়েভারটন আটকে দিতেই পেলে, জিকো,রোনাল্ডো,রোনালদিনিয়োর উত্তরসূরীদের হাতের নাগালে চলে আসে অলিম্পিক স্বর্ণ পদক। নেইমারের শিল্পিত শটে জয়ের আনুষ্ঠানিকতাই সম্পন্ন হয়।২০১৪’র বিশ্বকাপের সেমি’তে জার্মানদের হাতে নাকাল হওয়ার প্রতিশোধ নিতে পেরেছে নেইমার ও তার সঙ্গীরা।