Studypress News

বসবাসের অনুপযোগী শহর: চতুর্থ স্থানে ঢাকা

19 Aug 2016

বসবাসের সুযোগ-সুবিধায় বিশ্বের ১৪০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৩৭ তম। অর্থাৎ বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় চতুর্থ অবস্থানে ঢাকা। বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা শীর্ষক ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত বছর এই ঢাকা দ্বিতীয় শীর্ষ অনুপযোগী শহর আর ২০১৪ সালে প্রথম অনুপযোগী শহর ছিল। এবার বিশ্বের সবচেয়ে অনুপযোগী শহর সিরিয়ার দামেস্ক। দ্বিতীয় অবস্থানে লিবিয়ার ত্রিপোলি ও তৃতীয় স্থানে নাইজেরিয়ার লেগোস।

 

বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় বাসযোগ্য শহরের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে অস্ট্রিয়ার ভিয়েনা ও কানাডার ভাংকুভার। 


পাঁচটি মুখ্য সূচক ধরে শহরগুলোর বাসযোগ্যতা নিরূপণ করা হয়েছে। এগুলো হলো স্থিতিশীলতা (মান ২৫), স্বাস্থ্য পরিষেবা (মান ২০), সংস্কৃতি ও পরিবেশ (২৫), শিক্ষা (১০) এবং অবকাঠামো (২০)।