Studypress News
হ্যাকারদের ঠেকাতে চীনের ব্যবস্থা 'QEASS'
17 Aug 2016
চীনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ জানিয়েছে, মঙ্গলবার (১৬/০৮/২০১৬ ইং) রাত দেড়টা নাগাদ উত্তর-পশ্চিম চীনের গাংশু প্রদেশের জিউকিয়াং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাঠানো হয় ‘কোয়ান্টাম এক্সপেরিমেন্টস অ্যাট স্পেস স্কেল’ (Quantum Experiment at Space Scale) বা ‘কোয়েস’ উপগ্রহটিকে। যা মহাকাশে থাকবে টানা দু’টি বছর।
এই দু’বছরে মহাকাশে কী কী কাজ করবে ‘কোয়েস’?
মহাকাশ থেকে পাঠাবে আলোর কণা ফোটন। রাজধানী বেইজিং থেকে ৭৪৬ মাইল দূরে পশ্চিম চীনের জিনজিয়াঙের উরুমকি পর্যন্ত।
এর আগে এই কোয়ান্টাম যোগাযোগের পরীক্ষাটা পৃথিবীতে করা সম্ভব হয়েছিল সর্বাধিক ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত।