Studypress News
চলে গেলেন ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ
16 Aug 2016
রিওর একটি হাসপাতালে আজ মঙ্গলবার (১৬/০৮/২০১৬) মারা গেছেন ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ। এই ব্রাজিলিয়ানের বয়স হয়েছিল ১০০ বছর। ১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত দীর্ঘ ২৪ বছর ফিফার সভাপতির দায়িত্ব পালন করেন হ্যাভেলাঞ্জ। তাঁর চেয়ে বেশি সময় ফিফার সভাপতির দায়িত্ব পালন করেন জুলে রিমে। ৩৩ বছর সভাপতির দায়িত্বে ছিলেন জুলে রিমে।