Studypress News

অলিম্পিকের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণপদকধারী ফেলপস

16 Aug 2016

অ্যাথেন্সের ২০০৪ গ্রীষ্ম অলিম্পিকে ফেলপস ৮টি পদক জেতেন। একমাত্র সোভিয়েত জিমন্যাস্ট আলেক্সান্দার দিতিয়াতিন-ই তাঁর সমান সংখ্যক পদক জিতেছেন যা যেকোনও অলিম্পিকে এখন পর্যন্ত সর্বোচ্চ।

মাইকেল ফেল্‌প্‌স সর্বমোট ২৮ টি অলিম্পিক পদক জিতেছেন (২৩ টি স্বর্ণ )। এর মধ্যে ২০০৪ সালের অলিম্পিকে ৮টি (৬টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ) ও ২০০৮ সালের অলিম্পিকে ৫টি (সবগুলি স্বর্ণ)। এর ফলে তিনি সর্বোচ্চ সংখ্যক অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

টানা চার অলিম্পিকে এই ইভেন্টে সোনাজয়ী যুক্তরাষ্ট্র দলের সদস্য হিসেবে থেকে আরেকটি রেকর্ড গড়েন ফেলপস ও তার সতীর্থ রায়ান মারফি। আর কোনো সাঁতারু অলিম্পিকে এক ইভেন্টে চারটি সোনা জেতেননি।