Studypress News
টানা তৃতীয়বার দ্রুততম মানব উসাইন বোল্ট
16 Aug 2016

আবারো অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন জ্যামাইকার উসাইন বোল্ট। রিও অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতেছেন তিনি। অলিম্পিকের ট্র্যাকে ব্যক্তিগত ইভেন্টে এর আগে টানা তিনটি সোনা জিততে পারেনি কোনো অ্যাথলেট। বোল্ট দৌড় শেষ করেন ৯.৮১ সেকেন্ডে।
Important News

Highlight of the week
