Studypress News
বৃহস্পতির প্রথম ছবি পাঠাল জুনো
11 Aug 2016
বৃহস্পতির কক্ষপথে উৎক্ষেপণের পর নাসার 'জুনো' প্রথম ছবি পাঠিয়েছে।৭ লাখ মাইল দূরে অবস্থিত মহাকাশযানের 'জুনোক্যাম' ক্যামেরায় তোলা ছবিতে গ্রহটির বিখ্যাত 'গ্রেট রেড স্পট' আর বড় চারটি চাঁদের মধ্যে অপেক্ষাকৃত বড় তিনটি চাঁদ আইও, ইউরোপা, গ্যানিমেড দেখা যায়। 'জুনো' এ বছর ৪ জুলাই বৃহস্পতির কক্ষপথে প্রবেশ করে। ২০১১ সালে জুনো চালু করা হয়েছিল। ১৯৯৫-২০০৩ এ ঘূর্ণায়মান 'গ্যালিলিও'-এর পর এটি ছিল বৃহস্পতির কক্ষপথে দ্বিতীয় মহাকাশযান।২০১৮ সালে জুনোর এই অভিযান শেষ হওয়ার কথা রয়েছে।