Studypress News
'ঢাকা চিড়িয়াখানা'র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা’তে রূপান্তর।
25 Jan 2014
২০১৫ সালের ৫ ফেব্রুয়ারী সরকারের মন্ত্রিসভার অনুমোদনক্রমে 'ঢাকা চিড়িয়াখানা'র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা’ করা হয়েছে। ১৯৪৭ সালে ঢাকা চিড়িয়াখানার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। পঞ্চাশের দশকে বর্তমান হাইকোর্ট এলাকায় সীমিত আকারে চিত্রা হরিণ, বানর ও হাতিসহ বেশকিছু প্রাণীর সমন্বয়ে চালু করা হয় ঢাকা চিড়িয়াখানা। মিরপুর এলাকায় চিড়িয়াখানা প্রতিষ্ঠার মহাপরিকল্পনা করা হয় ১৯৬০ সালে। ১৯৬১ সালে এ চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠন করা হয় উপদেষ্টা বোর্ড। ১৯৭৪ সালের ২৩ জুন দর্শনার্থীদের জন্য মিরপুর চিড়িয়াখানা উন্মুক্ত করা হয়। এরইমধ্যে এটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন মহলে পরিপূর্ণ চিড়িয়াখানার মর্যাদা লাভ করেছে। ১৮০ একর জমির ওপর স্থাপিত ঢাকা চিড়িয়াখানায় ১৩৭ প্রজাতির প্রাণী ও পশু রয়েছে। ঢাকা চিড়িয়াখানা বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। নতুন নামের বিষয়ে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারি এবং সর্বশেষ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ ফেব্রুয়ারি সম্মতি দেয়।