Studypress News
অলিম্পিকে প্রথম সোনা জিতল ‘অলিম্পিক দল’
11 Aug 2016

রিও গেমসে পুরুষ ডাবল ট্র্যাপ শুটিংয়ে অলিম্পিক দলের প্রথম অ্যাথলেট হিসেবে সোনা জয়ের কীর্তি গড়েছেন ফেহাইদ আলদিহানি। কুয়েতের জাতীয় অলিম্পিক কমিটিতে সরকার হস্তক্ষেপ করায় গত বছর দেশটিকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এ কারণেই রিও দে জেনেইরোর এবারের অলিম্পিকে দেশের হয়ে নয়, অলিম্পিক পতাকাতলে খেলছেন আলদিহানি।
Important News

Highlight of the week
