Studypress News
ইতিহাস গড়লেন বেলমন্তে
11 Aug 2016

২৫ বছর বয়সী বেলমন্তে স্পেনের ইতিহাসে অলিম্পিকে সোনা জেতা প্রথম নারী সাঁতারু।কাতালুনিয়া থেকে উঠে আসা এই সাঁতারু লন্ডনে গত অলিম্পিকে পেয়েছিলেন রৌপ্যপদক। মাঝে চোটের সঙ্গে সংগ্রাম করতে হওয়ায় রিওতে জয়টা তার কাছে অবিশ্বাস্য।বেলমন্তে শেষ করেন দুই মিনিট ৪.৮৫ সেকেন্ডে। শেষ ল্যাপে এসে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার ম্যাডেলিন গ্রোভস মাত্র্র দশমিক শূন্য তিন সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জেতেন। জাপানের নাতসুমি হোশি জেতেন ব্রোঞ্জ।
Important News

Highlight of the week
