Studypress News
ন্যাটোর(নর্থ আটলান্টিক ট্রিটি অর্গেনাইজেশন) মহাসচিব জেনস স্টলটেনবার্গকে
01 Oct 2014
ন্যাটোর(নর্থ আটলান্টিক ট্রিটি অর্গেনাইজেশন) মহাসচিব হিসেবে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গকে নিয়োগ দেওয়া হয়েছে। ১ অক্টোবর তিনি ন্যাটোর বর্তমান মহাসচিব ডেনমার্কের আন্দ্রে ফগ রাসমুসেনের স্থলাভিষিক্ত হন। স্টলটেনবার্গ ১ অক্টোবর ,২০১৪থেকে দায়িত্ব পালন করেন।উল্লেখ্য, স্টলটেনবার্গ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নরওয়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।