Studypress News

অলিম্পিকে বাংলাদেশ

05 Aug 2016

বাংলাদেশ সময় শনিবার ভোরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই গেমসের পর্দা উঠবে।
এবারের অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সাতজন ক্রীড়াবিদ। একনজরে দেখে নেওয়া যাক তাদের সাফল্য-সম্ভাবনা।

সিদ্দিকুর রহমান (গলফ): প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকাও বহন করবেন তিনি।

আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং): ২০০২ সালে ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন শ্যুটার আসিফ হোসেন খান। তা দেখেই শ্যুটিংয়ের প্রতি ভালোবাসাটা বেড়ে যায় আব্দুল্লাহ হেল বাকির। অবশ্য তার দুই বছর আগেই বিকেএসপির শ্যুটিংয়ে ভর্তি হয়েছিলেন তিনি।

মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস): মেজবাহ আহমেদের অ্যাথলেটিসে আসা ২০০৭ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা (বিকেএসপি) প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে। ২০০৯ সালে জাতীয় জুনিয়র মিটে প্রথম অংশ নিয়ে চমকে দেন তিনি। জিতে নেন ১০০ ও ২০০ মিটারে দৌড়ে স্বর্ণ পদক। তখনই জানিয়ে দেন ভবিষ্যতে কিছু করে দেখানোর ক্ষমতা রাখেন তিনি।


শিরিন আক্তার (অ্যাথলেটিকস): টানা দুই মৌসুম দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। সেই সুবাদে এবারের অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ পেলেন তিনি। নিজের প্রিয় ইভেন্ট ১০০ মিটার দৌড়ে দেশেকে সাফল্য এনে দিতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে গেলেন সাতক্ষীরা থেকে উঠে আসা এই অ্যাথলেট।

মাহফিজুর রহমান (সাঁতার): ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন মাহফিজুর রহমান। পর পর দুটি অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া এবারের একমাত্র ক্রীড়াবিদ তিনি। গত লন্ডন অলিম্পিকে বাংলাদেশের হয়ে পতাকাও বহন করেছিলেন তিনি।

সোনিয়া আক্তার (সাঁতার): সোনিয়া আক্তারও সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন। ঝিনাইদহের এই সাঁতারু এবারই প্রথম অলিম্পিকে অংশ নিচ্ছেন।

শ্যামলী রায় (আর্চারি): বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শহর নড়াইল থেকে উঠে এসেছেন শ্যামলী রায়। ক্রিকেটার না হয়ে তীর-ধনুক হাতে জাতীয় পার্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় এবার রিও অলিম্পিক গেমসের আর্চারিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ প্রথমবারের মত  লস এ্যাঞ্জেলস অলিম্পিকে সাইদুর রহমান ডন​ অংশ নেন। ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে কাজী শাহানা পারভীন প্রথম নারী হিসেবে অলিম্পিকে অংশ নেন। ২০১৬ রিও অলিম্পিকে সিদ্দিকুর রহমান প্রথম বার সরাসরি খেলছেন।