Studypress News
অলিম্পিকে মশাল ড.ইউনুসের হাতে
05 Aug 2016
২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক অফিসিয়ালি ৩১তম অলিম্পিয়াডের গেমস এবং সাধারণভাবে রিও ২০১৬ নামে পরিচিত একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ তারিখে অনুষ্ঠিত হবে।বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২ টায় মিস্টার ইউনুস অলিম্পিকের মশাল রিলেতে অংশ নেন। শিখার যাত্রা শুরু হয় রিওর অলিম্পিক পল্লি থেকে। এর পর রিওর পশ্চিমের শহরতলি কাম্পো গ্রান্দেতে আসার পর সেটি হাতে নেন ড. ইউনূস। ২০০ মিটার পর্যন্ত দূরত্ব হেঁটেছেন সেই শিখা নিয়ে। রাস্তার দুই ধারে সার বেঁধে দাঁড়িয়েছিলেন অনেক দর্শক। তাদের দিকে হাত নেড়ে অভিবাদনও জানিয়েছেন ইউনূস।
অলিম্পিকের অফিশিয়াল পোশাক পরে তিনি এই রিলেতে অংশ নেন।তিনি ওশেনিকো কনভেনশন সেন্টার এ অলিম্পিকের ১২৯ তম সভায় ভাষন দেন। সভায় দীর্ঘ ৪৫ মিনিট বক্তৃতা দিয়েছেন।