Studypress News
রিও অলিম্পিক ২০১৬
05 Aug 2016
২০১৬ সালের অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো। এবারের অলিম্পিক আনুষ্ঠানিকভাবে ৩১তম। তবে, দুটি বিশ্বযুদ্ধের কারণে তিনটি অলিম্পিক হয়নি। তাই প্রকৃতপক্ষে রিও ২০১৬, ২৮তম গ্রীষ্মকালীন অলিম্পিক।
# এবারই প্রথম অলিম্পিক আয়োজন করছে ব্রাজিল।
# দক্ষিণ আমেরিকায়ও এবারই প্রথমবারের মতো হচ্ছে অলিম্পিক।
# ২০১৬ রিও অলিম্পিকের মাস্কটের নাম ভিনিশিয়াস। ঠিক বানর নয়, আবার পুরোপুরি বিড়ালও না। পাখির কিছুটা ছাপ পাওয়া যায়। ব্রাজিলিয়ান কবি ভিনিশিয়াস ডি মোরায়েসের নামে রাখা রিও অলিম্পিকের মাস্কটের নাম।
# এবারের অলিম্পিকে অংশ নিচ্ছে ৬২২২ জন পুরুষ ও ৫১৩৮ জন নারী অ্যাথলেট।
# সবচেয়ে বেশি ৫৫৬ জন অ্যাথলেট অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের হয়ে।
# অলিম্পিকে সবচেয়ে বেশি ১৮টি স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু মাইকেল ফেলপস।
# বাংলাদেশ প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নেয় ১৯৮৪ সালের লস এনজেলেস অলিম্পিকে।