Studypress News

প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর): ২০১৫, প্রশ্ন ও সমাধান

27 Jul 2016

বিজ্ঞান ও প্রযুক্তি:

১. অপটিক্যাল ফাইবার কি? এর মাধ্যমে কিভাবে ডাটা আদান প্রদান করা যায়?

উ: অপটিক্যাল ফাইবার একসঙ্গে ভিন্ন ভিন্ন ঘনত্বের স্বচ্ছ কাচ নির্মিত তার বিশেষ। বেশ কয়েকটি স্তরে সজ্জিত কাচের ঘনত্ব বাইরের দিক থেকে ভেতরে ক্রমশ ঘন হয়। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে যখন কোনো শব্দ পাঠানো হয়, তখন সেই শব্দ প্রথমে বিদ্যুৎ শক্তি এবং পরে আলোক সিগন্যালে রূপান্তরিত হয়। পরবর্তীতে এই আলোক প্রথমে বিদ্যুৎ শক্তি ও পরবর্তীতে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। একটি মাত্র অপটিক্যাল ফাইবার দিয়ে অসংখ্য পৃথক সিগন্যাল অবিকৃত অবস্থায় প্রেরণ করা যায়। ডিজিটাল টেলিফোনে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়।

২. LAN ও WAN এর পূর্ণরূপ লিখুন। এদের মধ্যে পার্থক্য লিখুন।

উ: LAN=LOCAL AREA NETWORK

    WAN=WIDE AREA NETWORK

 

৩. LAN  এবং WAN এর পার্থক্য:

ক. LAN মাত্র ১০ মিটার দূরত্বের মধ্যে কাজ করে। WAN ১০০ মিটার দূরত্বের মধ্যে কাজ করে।

খ. LAN অফিস বা একটি বিল্ডিংয়ে সেট করা হয়। WAN এর চেয়ে বড় জায়গায় সেট করা হয়।

৪. বাইনারি সংখ্যা পদ্ধতির অংক কয়টি ও কি কি? এ পদ্ধতির ভিত্তি কি?

উ: বাইনারি সংখ্যা দ্বারা কম্পিউটারের প্রোগ্রাম লেখা হয়। বাইনারি সংখ্যা দুটি। ০ এবং ১।

বাইনারি সংখ্যার ভিত্তি হল ২।

 

৫. এলপিজি কি? এর মধ্যে প্রধান গ্যাসগুলো কি কি?

উ: এলপিজি হল-Liquefied Petroleum Gas বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এটা সাধারণত রান্নার কাজে ব্যবহার করা হয়। এই গ্যাস সিলিন্ডারে ভরা থাকে। এলপিজি গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন থেকে বিউটেন পর্যন্ত হাইড্রোকার্বন।

৬. ভার্চুয়াল রিয়ালিটি বলতে কি বুঝায়?

উ: ভার্চুয়াল রিয়ালিটি: ভার্চুয়াল রিয়ালিটি হলো তথ্য প্রযুক্তির সাহায্যে নির্মিত কৃত্রিম পরিবেশ যা দর্শকের দৃষ্টিতে প্রকৃত বাস্তব বলে মনে হয়। ইমেজ ও সাউন্ড বেইজড পরিবেশটি গ্রাফিক্যাল ও অপটিক্যাল প্রযুক্তির সমাবেশ ঘটিয়ে তৈরি করা হয়।

৭. সার্চ ইঞ্জিনের জনক কে? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?

উ: সার্চ ইঞ্জিনের জনক জনাথন ফ্লেচার। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা।

 

২১. NASA এর পূর্ণরূপ কি? এর সদর দপ্তর কোথায়?

উ: NASA এর পূর্ণরূপ National Aeronautics and Space Administration। এটি একটি মহাকাশ গবেষণা কেন্দ্র। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালের ১ অক্টোবর। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।   

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।