Studypress News

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: বাংলাদেশ-রাশিয়া চুক্তি সই

27 Jul 2016

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ঋণচুক্তি গতকাল মঙ্গলবার (২৬/০৭/২০১৬) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশকে ৯০ হাজার কোটি টাকা (১১.৪ বিলিয়ন ডলার) ঋণ দেবে রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কোয় এ চুক্তি স্বাক্ষরিত হয়। রূপপুর পরমাণু কেন্দ্রে স্থাপিত হতে যাওয়া দুটি রি-অ্যাক্টরের প্রতিটি ১২শ’ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে। প্রথম রি-অ্যাক্টরটি আগামী ২০২২ সাল থেকে উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।পরের বছর চালু হবে দ্বিতীয় রি-অ্যাক্টরটি। প্রতিটি রি-অ্যাক্টরের মেয়াদ হবে ৬০ বছর। তবে পরবর্তীতে এর মেয়াদ ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।

# পুরো প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় ১ লাখ কোটি টাকা।

# রাশিয়ার ঋণ ছাড়া অবশিষ্ট অর্থায়ন করবে বাংলাদেশ সরকার।

# আগামী ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে নির্মিত হবে পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

# অর্ধবার্ষিক হিসেবে ২০ বছরে এই ঋণ শোধ করবে বাংলাদেশ।

# ঋণ শোধের কিস্তি শুরু হবে আগামী ২০২৭ সালের মার্চ মাস থেকে।