Studypress News

স্থানীয় সরকার, স্বরাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ২০১৫

26 Jul 2016

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলী।

১. বাংলাদেশের তিনটি সাংবিধানিক সংস্থার নাম লিখুন।

উ: i) নির্বাচন কমিশন

    ii) সরকারি কর্ম কমিশন

   iii) মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ দুটি কি কি?

উ: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান ও ভারত। ভুটান ও ভারত দুটি দেশই ১৯৭১ এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে, ভুটান ভারতের কয়েক ঘন্টা আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।

৩. বাংলাদেশের সামরিক শিক্ষা কেন্দ্রের নাম কি? কোথায় অবস্থিত?

উ: বাংলাদেশের সামরিক শিক্ষা কেন্দ্রের নাম ‘বাংলাদেশ মিলিটারি একাডেমি’। এটি চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত। ১৯৭৬ সালে কুমিল্লা থেকে চট্টগ্রামে এটি স্থানান্তরিত হয়।

৪. বঙ্গবন্ধুর কোন তারিখের ভাষণ এদেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল?

উ: বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ এ দেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল। তৎকালীন রেসকোর্স ময়দানে এই ভাষণটি তিনি দিয়েছিলেন।

৫. বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কত তারিখে? অন্তত দুজন শহীদ বুদ্ধিজীবীর নাম লিখুন।

উ: বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর।

দুজন শহীদ বুদ্ধিজীবী: i) মুনীর চৌধুরী

                 ii) শহীদুল্লাহ কায়সার

 

আন্তর্জাতিক বিষয়াবলী:

১. প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন কোন সনে শুরু হয়েছিল?

উ: প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ২৮ জুলাই ১৯১৪ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৩৯।

২. আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ দুইটির নাম লিখুন।

উ: আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান এবং জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

৩. পূর্ণরূপ লিখুন: BBC, CNN, USA

BBC: British Broadcasting Corporation.

CNN: Cable News Network.

USA: United States of America.    

৪. বাংলাদেশ ও ভারতের পরস্পরের ভূখন্ডের মধ্যে কতটি ছিটমহল ছিল? কবে উহার সমাপ্তি ঘটে?

উ: বাংলাদেশে অবস্থিত ভারতের ছিটমহল ছিল ১১১টি। ভারতে অবস্থিত বাংলাদেশের ছিটমহল ছিল ৫১টি। ১ আগস্ট ২০১৫ উহার সমাপ্তি ঘটে।

৫. স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত? উহা দান করেছিল কোন দেশ?

উ: স্ট্যাচু অব লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষে ফ্রান্স সরকার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার হিসেবে দিয়েছিল।

৬. কোন সংস্থার মহাকাশযান একটু ধুমকেতুতে অবতরণ করে?

উ: ইউরোপীয় ইউনিয়নের মহাকাশযানে ‘ফিলে’ একটি ধুমকেতুতে অবতরণ করে।

 

..............................................................................................................

শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা

  • ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
  • কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
  • কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
  • ভর্তি ফি: ৫০০ টাকা

স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।   

কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।

৩৮তম বিসিএস প্রিলি কোর্স:

১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।

২। নিয়মিত মডেল টেস্ট।

৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।

৪। মিসটেক ও রিভিউ লিস্ট।

৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।

৬। ২৪/৭ সাপোর্ট।

৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।

৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।

৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।

১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।

 

****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।

StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--

-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।

-- তারপর, (Sign up Now)-এ Click করুন।

-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।

- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।

 

∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-

১। সরাসরি কথা বলুন-(01917-777021)

২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,

৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।

∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7

# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।