Studypress News
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের চিত্রগ্রাহক মবিন আর নেই
25 Jul 2016
চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন যিনি ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের চিত্রগ্রহণ করেছিলেন, তিনি মারা গিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর ক্যামেরাম্যান হিসেবে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের চিত্রগ্রাহক ছিলেন জিজেডএমএ মবিন।
চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন চিত্রগ্রাহক জিজেডএমএ মবিন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ডিএফপি থেকে বঙ্গবন্ধুর ক্যামেরাম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সোমবার (২৫/০৭/১৬ ইং) দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসাপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।