Studypress News

নেপালের প্রধানমন্ত্রী কে পি অলির পদত্যাগ।

25 Jul 2016

ক্ষমতা গ্রহণের নয়মাসের মাথায় পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি।পার্লামেন্টে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে পদত্যাগ করেন তিনি। ভোটাভুটিতে কে পি অলি হেরে যেতেন বলে ধারণা করা হচ্ছিল।

১৯৯০ সালে রাজতন্ত্রের পতনের পর নেপাল বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। কিন্তু এরপর থেকে  ২৬ বছরে এ নিয়ে ২৩টি সরকারের পতন ঘটল।  গত অক্টোবরে সাবেক মাওবাদীদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেছিলেন অলি। কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব চুক্তির প্রতি প্রধানমন্ত্রী সম্মান জানাতে ব্যর্থ হয়েছেন এই অভিযোগ তুলে তারা অলির পাশ থেকে সরে যায়।পার্লামেন্টে অলি বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব করে মাওবাদীরা। গেল সেপ্টেম্বরে প্রথম সংবিধান গৃহীত হওয়ার পর থেকে নেপালে নতুন করে রাজনৈতিক সঙ্কটের সূচনা।