Studypress News

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সূচক ২০১৬: বাংলাদেশ ১১৮তম

25 Jul 2016

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচক Sustainable Development Goal ২০১৬-এ ১৪৯টি দেশের মধ্যে ১১৮তম হয়েছে বাংলাদেশ। এই সূচকের শীর্ষে সুইডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ডেনমার্ক ও নরওয়ে।

এসডিজি (Sustainable Development Goal) হলো এমডিজি’র সম্প্রসারিত ও হালনাগাদ রূপ। এতে টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ধনী এবং গরীব সকল দেশকেই যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

১৭টি লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করার জন্য বিশ্বের প্রায় সকল দেশ একমত হয়েছে।

এগুলো হল:

১. দারিদ্র্য বিমোচন

২. ক্ষুধামুক্তি

৩. সুস্বাস্থ্য

৪. মানসম্মত শিক্ষা

৫. লিঙ্গ সমতা

 ৬. বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন

 ৭. ব্যয়সাধ্য ও টেকসই জ্বালানি

৮. সবার জন্য ভালো কর্মসংস্থান

৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো

১০. বৈষম্য হ্রাসকরণ

 ১১. টেকসই শহর ও সম্প্রদায়

১২. (সম্পদের) দায়িত্বশীল ব্যবহার

 ১৩. জলবায়ু পরিবর্তন প্রতিরোধ

 ১৪. সমুদ্রের সুরক্ষা

 ১৫. ভূমির সুরক্ষা

১৬. শান্তি ও ন্যায়বিচার

 ১৭. লক্ষ্য অর্জনের জন্য অংশিদারিত্ব।