Studypress News
একনজরে ৮৭তম অস্কার জিতলেন যারা
25 Oct 2014

৮৭তম অস্কারের জাঁকজমকপূর্ণ আসর রোববার শেষ হলো। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘বার্ডম্যান’ ছবিটি। এটি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেজান্দ্রো গনজালেস ইনারিতু।
‘দ্য থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার শিরোপা জিতেছেন এডি রেডমেইন এবং ‘স্টিল অ্যালিস’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর। এবারের অস্কার আসরে এরই মধ্যে চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি।
বিদেশী ভাষার শ্রেষ্ঠ ছবির ক্যাটাগরিতে রোববার পোল্যান্ডের ‘ইডা’ জিতে নিলো অস্কার। সিনেমাটি একজন তরুণী নানের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। তিনি বহু বছর আগে নাৎসী দখলদারিত্বের সময়ে তার পরিবারের একটি কালো অধ্যায় উদঘাটন করেন।
বার্ডম্যান ছবিটি পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আলেজান্দ্রো গনজালেস ইনারিতু। ‘দ্য থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে জ্যোতিঃপদার্থবিদ স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার শিরোপা জিতেছেন এডি রেডমায়ান। ব্রিটেনের এই অভিনেতা তার অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার জিতেছেন।
স্টিল অ্যালিস ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর। স্টিল অ্যালিস সিনেমায় অ্যালজিমার্স রোগীর চরিত্রে সাবলিল অভিনয়ের জন্য ৫৪ বছর বয়সী এই অভিনেত্রীকে প্রথমবারের জন্য এ পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে চারবার তিনি এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। সিনেমাটি লিসা জেনোভার সর্বাধিক বিক্রিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত।
‘বার্ডম্যান’ ছবিটি সেরা ছবি ও সেরা পরিচালকের দুটো পুরস্কারসহ মোট চারটি পুরস্কার জিতে শীর্ষে থাকলেও সমসংখ্যক পুরস্কার জিতে নিয়ে পাশাপাশি স্থানে দাঁড়িয়েছে ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ চলচ্চিত্রটি।
‘বার্ডম্যান’ ছবিটি দুই সেরার পাশাপাশি জিতেছে অরিজিনাল স্ক্রিনপ্লে এবং সিনেমাটোগ্রাফি পুরস্কারও।
‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ পেয়েছে প্রোডাকশন ডিজাইন, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, কস্টিউম ডিজাইন ও বেস্ট অরিজিনাল স্কোর পুরস্কার।
২০১৫ সালের অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন জেকে সিমন্স। ‘হুইপল্যাশ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। অন্যদিকে, ‘বয়হুড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্যাট্রিসিয়া আরকুয়েটে।
নিচে বিভিন্ন ক্যাটাগরিতে অস্কার বিজয়ীদের তালিকা দেয়া হল:
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: বিগ হিরো-৬
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ইনটারস্টেলার
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড এডিটিং: আমেরিকান স্নাইপার
অ্যাচিভমেন্ট ইন সাউন্ড মিক্সিং: হুইপল্যাশ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ফোন কল
অ্যাচিভমেন্ট ইন ফিল্ম এডিটিং: হুইপল্যাশ (টমক্রস)
image:
Important News

Highlight of the week
