Studypress News
আসেম সম্মেলন: ১১তম শীর্ষ সম্মেলন শেষ হল উলানবাটারে
18 Jul 2016
এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) এর ১১তম শীর্ষ সম্মেলন গত ১৬ জুলাই মঙ্গোলিয়ার উলানবাটারে শেষ হয়েছে। সম্মেলনটি শুরু হয় ১৪ গত জুলাই।
# ১৯৯৬ সালে ব্যাংককে এশিয়া ইউরোপ মিটিং (আসেম) গঠিত হয়। এর পর থেকে প্রতি দুই বছরে পর্যায়ক্রমে দুই মহাদেশের সদস্য দেশগুলোতে এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
# বাংলাদেশ ২০১২ সালে আসেমের ৫১তম সদস্য হিসেবে যোগ দেয়।
# আসেম মূলত যে মূল ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রথমত, রাজনৈতিক; দ্বিতীয়ত, অর্থনৈতিক এবং তৃতীয়ত, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা।