Studypress News
বিশ্বকাপ-২০১৫ আসরের প্রথম সেঞ্ছুরী ফিঞ্চের দখলে
07 Mar 2015
বিশ্বকাপ ক্রিকেটের 2015 এর আসরে প্রথম সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো ফিঞ্চের এ সেঞ্চুরিটি তার প্রথম বিশ্বকাপ সেঞ্চুরিও।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংলিশদের বিপক্ষে ১০২ বল খেলে ৯টি চার ও ২টি ছক্কার সাজানো এ ইনিংসটি তিনি। স্টিভেন ফিনের বলকে মাঠছাড়া করে ব্যাট উঁচিয়ে প্রথম উল্লাস করেন তিনি। বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে ১২৮তম এ সেঞ্চুরিটি করতে ভাগ্যও তাকে সহায়তা করে। প্রথম ওভারের পঞ্চম বলে এন্ডারসনের বলে ওয়াকস ক্যাচ মিস করলে বেঁচে যান ফিঞ্চ।১৩৫ রানে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে সাজঘরে ফেরেন। ১২৮ বলে করা তার ইনিংসে ৩ ছক্কা ও ১২টি দর্শনীয় চারের মার ছিল।এর আগে ২০১১ সালের বিশ্বকাপে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপে সর্বশেষ শতকটি হাঁকান লঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে (অপরাজিত ১০৩)।বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়টি শতক হাঁকিয়ে সবার ওপরে আছেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। পাঁচটি শতক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অজি ব্যাটসম্যান রিকি পন্টিং। চারটি করে শতক নিয়ে যৌথভাবে রয়েছেন অজি তারকা মার্ক ওয়াহ ও ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।তবে ২০১১’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আইরিশ ব্যাটসম্যান কেভিন ও’ব্রেইনের ৫০ বলে করা শতকটি বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।৯৬’র বিশ্বকাপে ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান গ্যারি কারস্টেনের করা ১৮৮ রানের ইনিংসটিই এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।