Studypress News
ক্রিকেট
17 Jul 2016
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)
শ্লোগানঃ ‘Great Sport Great Spirit’
ICC’র প্রতিষ্ঠাকাল: ১৫ জুন ১৯০৯
সদর দপ্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত
সদস্য সংখ্যা: ১০৫ (১০টি দেশ টেস্ট খেলে)
প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়ঃ ১৫ মার্চ, ১৮৭৭ সালে (ইংল্যান্ড ও অস্টেলিয়ার মধ্যে)
প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়ঃ ৫ জানুয়ারি, ১৯৭১ সালে। (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে)
প্রথম ICC ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়ঃ ১৯৭৫ সালে (জয়ীঃ ওয়েস্ট ইন্ডিজ)
বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করেঃ ১০ অক্টোবর, ১৯৯৭ সালে।
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করেঃ ১০ নভেম্বর, ২০০০ সালে।
ICC ওয়ার্ল্ড কাপ সর্বোচ্চবার শিরোপা জয়ীঃ অস্ট্রেলিয়া (৫ বার)
এবং ওয়েস্ট ইন্ডিজ-২ বার, ভারত-২ বার, পাকিস্তান-১ বার ও শ্রীলংকা-১ শিরোপা জয় লাভ করে।
ICC ওয়ানডে World Cup প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।(প্রথম আসরঃ ১৯৭৫)
প্রথম স্বীকৃত টুয়েন্টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় : ২০০৫ সালে (অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে)
ICC T-20 World Cup এখন প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। (প্রথম আসরঃ ২০০৬)
আন্তরর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান : ক্রিস গেইল (২০০৭)
২০১৫ সালের ICC’র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন- স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়ার)
# (11th) ICC Cricket World Cup-2015:
ICC Cricket World Cup-2015= Australia ও New Zealand এ অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ানঃ Australia(৫ম বারের মত)(রানার্স আপ-নিউজিল্যান্ড)।
ফাইনালে "ম্যান অব দ্য ম্যাচ" হয়েছেনঃ জেমস ফকনার, অস্ট্রেলিয়া
"ম্যান অব দ্য টুর্নামেন্ট"-মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া
পরবর্তী ICC World Cup, ২০১৯ সালে অনুষ্ঠিত হবে-ইংল্যান্ডে; ২০২৩ সালে হবে-ভারতে।
# 6th ICC T-20 World Cup-2016
6th ICC T-20 World Cup-2016=ভারতে অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ানঃ ওয়েস্ট ইন্ডিজ (২য় বারের মত)।
ম্যান অফ দ্যা ফাইনাল হন-মারলন সামুয়েলস, ওয়েস্ট ইন্ডিজ
অফ দ্যা সিরিজ হন-ভিরাট কোহলি, ভারতের
সর্বোচ্চ রান করেন (তামিম ইকবাল-২৯৫ রান, বাংলাদেশের), তিনি টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কা ও বাউন্ডারির রেকর্ডও করেন।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে T-20 World Cup এ সেঞ্চুরি (১০৩* রান) করেন বাংলাদেশের তামিম ইকবাল, ওমানের বিপক্ষে।
1. In Cricket game the length of the pitch between the two wickets is – (34th BCS)
1)21 yards
2)24 yards
3)23 yards
4)22 yards
C/A: 4)22 yards
2. Which of the following bowler obtained 500 test wickets for the first time in the history of test cricket? (National Bank PO-2014)
1)M. Muralidharan
2)C. Walsh
3)S. Warne
4)G. Mckgrath
C/A: 1)M. Muralidharan
3. Bangladesh cricket team registered their first test victory in the foreign soil against- (Karmasongsthan Bank-2012)
1)Zimbabwe
2)West Indies
3)India
4)Pakistan
C/A: 2)West Indies
4. What is the minimum diameter of a standard cricket ball? (Bank Asia, MTO-2011)
1)6.22 mm
2)7.13 mm
3)7.29 mm
4)6.29 mm
5)7.13mm
C/A: 5)7.13mm
..............................................................................................................
শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিসিএস প্রিলি কোর্সের ফি সংশোধন: নতুন ফি ৫০০ টাকা
- ভর্তির শেষ তারিখ: ১৫ জানুয়ারি
- কোর্স শুরু: ২০ জানুয়ারি (প্রথম ব্যাচ)
- কোর্সের মেয়াদ: ৪ মাস (১২০ দিন)
- ভর্তি ফি: ৫০০ টাকা
স্টাডিপ্রেসের শিক্ষার্থীদের অসংখ্য অনুরোধে ৩৮তম বিসিএস প্রিলি কোর্সের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের একেবারে নাগালের মধ্যে রেখেই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। চার মাসের কোর্সটিতে অংশ নিতে পারবেন মাত্র ৫০০ টাকায়।
কোর্সটি স্টাডিপ্রেসের স্পেশাল প্রোগ্রাম। এই কোর্সে অংশ নিতে হলে বর্তমান পেইড ইউজারদের নতুন করে পে করতে হবে।
৩৮তম বিসিএস প্রিলি কোর্স:
১। বিসিএস’র সিলেবাস অনুযায়ী দৈনিক ক্লাস।
২। নিয়মিত মডেল টেস্ট।
৩। প্রিলির পড়াতেই লিখিত পরীক্ষার প্রস্তুতি।
৪। মিসটেক ও রিভিউ লিস্ট।
৫। আগের বিসিএস পরীক্ষার প্রশ্ন ও নির্ভুল সমাধান (হিন্টস সহ)।
৬। ২৪/৭ সাপোর্ট।
৭। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট।
৮। প্রতিদিন দশটি করে নতুন শব্দ (ইংরেজি)।
৯। ডেইল স্টার এডিটরিয়ালের অনুবাদ।
১০। প্রতিদিন বাংলা থেকে (সম্পাদকীয়) ইংরেজি অনুবাদ।
****কোর্সটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক।
StudyPress-এ রেজিস্ট্রেশন করবেন যেভাবে--
-- প্রথমে, www.studypress.org -এই অ্যাড্রেসে যান।
-- তারপর, (Sign up Now)-এ Click করুন।
-- এবার, আপনার (email ID), (Mobile number) এবং নিজের পছন্দের (password) লিখুন।
- এবার, (সাইন আপ) -এ ক্লিক করুন।
∎আমাদের যোগাযোগ করতে পারবেন ৩ (তিন) ভাবে-
১। সরাসরি কথা বলুন-(01917-777021)
২। StudyPress ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা,
৩। ওয়েবসাইটের অন-লাইন চ্যাট অপশনটি ব্যবহার করুন।
∎আমাদের বিশেষজ্ঞ শিক্ষক আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত 24/7
# কোর্সের ফি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন পেমেন্টে র মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে। 01917-777021 আমাদের বিকাশ নাম্বার।