Studypress News
ইউরো ফুটবল ২০১৬: সেরা খেলোয়াড় আঁতোয়ান গ্রিজমান
12 Jul 2016
ইউরো ২০১৬ এর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফ্রান্সের আঁতোয়ান গ্রিজমান। ফাইনালে তার দল পর্তুগালের কাছে হেরে গেলেও ইউরোর সেরা দুটি পুরস্কারই জিতেছেন গ্রিজমান। এবারের আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন তিনি। গ্রিজমান মোট ৬টি গোল করেন।