Studypress News
আস্থা ভোটে উত্তীর্ণ দিল্লির আম আদমি সরকার
11 Feb 2015
কংগ্রেসের সমর্থন নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সরকার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী হওয়া একরকম নিশ্চিত ছিল৷ পক্ষে ৩৮ বিপক্ষে ৩২ ভোটে৷ ৭০ আসনের বিধানসভায় আম আদমি পার্টি সংক্ষেপে আপ-এর নিজস্ব ২৮, কংগ্রেসের ৮, জেডি-ইউ ১ এবং নির্দল ১ নিয়ে মোট ৩৮টি ভোট পড়ে পক্ষে৷ অন্যদিকে বিজেপির নিজস্ব ৩১ এবং শিরোমনি আকালি দলের ১টি, অর্থাৎ মোট ৩২টি ভোট গেছে বিপক্ষে৷