Studypress News
ইতিহাস গড়ে অলিম্পিকে গলফার সিদ্দিকুর রহমান
12 Jul 2016
বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন গলফার সিদ্দিকুর রহমান। সব শেষ অলিম্পিক র্যাঙ্কিংয়ে ৫৬তম স্থানে থেকে এই সুযোগ পেয়েছেন সিদ্দিকুর। অলিম্পিকের র্যাঙ্কিংয়ে সেরা ৬০ জন গলফে অংশ নেবেন। আগামী ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনোইরোত শুরু হবে অলিম্পিক।