Studypress News
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে-ই দায়িত্ব নিচ্ছেন
12 Jul 2016
বুধবারই দায়িত্ব ছাড়ছেন ব্রেক্সিটের পর (যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত) পদত্যাগের ঘোষণা দেওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। মার্গারেট থ্যাচারের পর টেরেসাই প্রথম নারী, যিনি যুক্তরাজ্যের সরকার প্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হচ্ছেন। দ্বিতীয়বারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে জ্বালানিমন্ত্রী আন্ড্রে লিডসম হঠাৎ করেই সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয় টেরেসা মে’র।