Studypress News
একনজরে বাজেট
11 Jul 2016
আধুনিক বাজেটের প্রবর্তক : স্যার জেমস উইলসন
পৃথিবীর প্রথম বাজেট প্রণয়ন হয় : ব্রিটেনে
উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করেন : লর্ড ক্যানিং (১৮৬১ সালে)।
বাংলাদেশে প্রথম বাজেট পেশ : ১৯৭২ সালে
প্রথম বাজেট পেশ করা হয় : প্রধানমন্ত্রীর কার্যালয়ে (১৯৭২)
প্রথম বাজেট পেশ করেন : তাজউদ্দীন আহমদ (৩০ জুন ১৯৭২)
বাংলাদেশের অর্থবছর শুরু হয় : ১ জুলাই
রাষ্ট্রপতি হয়েও পেশ করেন : জিয়াউর রহমান (১৯৭৮)
সবচেয়ে বেশিবার পেশ করেন : এম সাইফুর রহমান (১২ বার)
২০১৫-১৬ অর্থবছরের বাজেট : ৪৪তম বাজেট