Studypress News
উম্বলডন ২০১৬: পুরুষ এককের শিরোপা অ্যান্ডি মারের
11 Jul 2016
উম্বলডন টেনিসের পুরুষ এককের শিরোপা জিতেছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ফাইনালে তিনি হারিয়েছেন কানাডার মিলোস রাওনিচকে। মারে ফাইনাল জেতেন ৬-৪, ৭-৬, ৭-৬ গেইমে। এটি অ্যান্ডি মারের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।