Studypress News

ইউরো ফুটবল ২০১৬: স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল

11 Jul 2016

ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬ (ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ) এর শিরোপা জিতেছে পর্তুগাল। নিজেদের ফুটবল ইতিহাসে এটিই তাদের সবচেয়ে বড় শিরোপা। ম্যাচের ১০৯ মিনিটে এডারের গোলে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল। ম্যাচের ২৫ মিনিটে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন পর্তুগীজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে, সি আর সেভেনের অনুপস্থিতি কাজে লাগাতে পারেনি স্বাগতিক ফ্রান্স। পর্তুগালের শ্রেষ্ঠত্বেই শেষ হয় ইউরো ২০১৬।

পুরস্কার:

গোল্ডেন বুট: আঁতোয়ান গ্রিজমান, ফ্রান্স (৬ গোল, ২ অ্যাসিস্ট)

সিলভার বুট: ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল (৩ গোল, ৩ অ্যাসিস্ট)

ব্রোঞ্জ বুট: অলিভিয়ার জিঁরু, ফ্রান্স (৩ গোল, ২ অ্যাসিস্ট)

রোল অব অনার

ইউরো ১৯৬০: সোভিয়েত ইউনিয়ন

ইউরো ১৯৬৪: স্পেন

ইউরো ১৯৬৮: ইতালি

ইউরো ১৯৭২: পশ্চিম জার্মানি

ইউরো ১৯৭৬: চেকোস্লোভাকিয়া

ইউরো ১৯৮০: পশ্চিম জার্মানি

ইউরো ১৯৮৪: ফ্রান্স

ইউরো ১৯৮৮: নেদারল্যান্ডস

ইউরো ১৯৯২: ডেনমার্ক

ইউরো ১৯৯৬: জার্মানি

ইউরো ২০০০: ফ্রান্স

ইউরো ২০০৪: গ্রিস

ইউরো ২০০৮: স্পেন

ইউরো ২০১২: স্পেন

ইউরো ২০১৬: পর্তুগাল