Studypress News
বোম্বে গ্রুপের রক্ত: এইচ/এইচ গ্রুপ বা ওএইচ গ্রুপ
10 Jul 2016

বোম্বে গ্রুপের রক্ত একটি দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ যা এইচ/এইচ বা ওএইচ গ্রুপের রক্ত নামেও পরিচিত। বিরল এই রক্তের গ্রুপ প্রথম ধরা পড়ে ১৯৫২ সালে ভারতের মুম্বাইয়ে। এ কারণে এটি বোম্বে গ্রুপের রক্ত নামে পরিচিত।
এ পর্যন্ত বাংলাদেশের দুইজন ব্যক্তির শরীরে বোম্বে গ্রুপের রক্তের সন্ধান পাওয়া গেছে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ কামরুজ্জামানের জন্য দুষ্প্রাপ্য এই বোম্বে গ্রুপের চার ব্যাগ রক্ত আনা হয় ভারতের মুম্বাই থেকে। রক্ত দেয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন কামরুজ্জামান। কামরুজ্জামানের বোনের রক্তও বোম্বে গ্রুপের।
# প্রতি দশ লাখ লোকের মধ্যে ৪ জনের এইচ এইচ রক্ত গ্রুপ পাওয়া যায়।
# মুম্বাই শহরে এই গ্রুপের রক্তের প্রাপ্তির হার ০.১% অর্থ্যাৎ প্রতি ১০ হাজারে এক জন।
# কোন ব্লাড ব্যাংক এই গ্রুপের রক্ত সংরক্ষণ করে না তাই জরুরী ভিত্তিতে এই রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না।
# বাংলাদেশে এখন পর্যন্ত একজন ব্যক্তির শরীরে বোম্বে গ্রুপের রক্ত পাওয়া গেছে।
Important News

Highlight of the week
