Studypress News
বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০
21 Mar 2016

বিশ্বের দীর্ঘতম উড়োজাহাজ এয়ারল্যান্ডার-১০ চালানোর আগে এর ছবি প্রকাশ করা হয়েছে। ৯২ মিটার লম্বা এই উড়োজাহাজটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ যাত্রীবাহী বিমানের তুলনায় ১৮ মিটার বেশি লম্বা।
এ উড়োজাহাজটির নকশা করেছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেলস (এইচএভি)এবং এটি তৈরি করতে প্রায় নয় বছর সময় লেগেছে। টানা তিন সপ্তাহ এটি আকাশে থাকতে পারবে। জ্বালানি হিসেবে এতে হিলিয়াম ব্যবহার করা হয়েছে। বাতাসের চেয়ে সামান্য ভারি হওয়ায় উড়োজাহাজটি পানি ও বরফসহ যেকোন স্থানে অবতরণ করতে পারবে। নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকেলসের দাবী এই উড়োজাহাজটি কোনও শব্দ করে না এবং বায়ু দূষণও করবে না। ফলে আকাশপথে যাতায়াতে এটি নতুন যুগের শুরু করবে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় এয়ারক্র্যাফট হ্যাঙ্গার বেডফোর্ডশায়ারের কার্ডিংটনে এটি তৈরি করা হয়েছে এবং এখান থেকেই এ উড়োজাহাজটি পরীক্ষামূলকভাবে উড়ানো হবে।
(ছবি: বিবিসি)
Important News

Highlight of the week
