১.বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' কার উপাধি?
Ans: সত্যেন্দ্রনাথ দত্ত
২.বাংলা ভাষায় বহুল প্রচলিত অভিধান 'চলন্তিকা' এর প্রণেতা কে ?
Ans: রাজশেখর বসু
৩.'শ্ৰীকৃষ্ণকীর্তন' কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন ?
Ans: মধ্যযুগ
৪.সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
Ans: ৪টি
৫.উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধনীগুলো কত ভাগে বিভক্ত ?
Ans: ৫
৬.নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ ?
Ans: মনমাঝি
৭.'নিষ্পত্তি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ans: নিঃ+পত্তি
৮.'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেয়া হয়েছে ?
Note : এটি দেশি শব্দ
৯.'বীজন' শব্দের অর্থ কী ?
Ans: পাখা
১০.কোনটি দেশি শব্দ ?
Ans: ঢেঁকি
১১.'Practice makes a man perfect’-
Ans: গাইতে গাইতে গায়েন
১২.'বানি' শব্দের অর্থ কী ?
Ans :স্বর্ণকারের মজুরি
১৩.'দুই হাত যারসমান চলে '- এর বাক্য সংকোচন কোনটি ?
Ans :সব্যসাচী
১৪.'Consul' এর বাংলা পরিভাষা কোনটি?
Ans :বাণিজ্যদূত
১৫.নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন?
Ans :মধুকর
১৬.নিত্য সমাসের উদাহরণ ?
Ans :দর্শনমাত্র
১৭.'ফুলে ফুলে ভরেছে বাসর' -কোন কারকে কোন বিভক্তি ?
Ans :করণে ৭মী
১৮.'আঁশিটা বছর কেটে গেলো,আমি ডাকিনি তোমায় কভু ,আমার ক্ষুদার অন্ন তা' বলে বন্ধ করোনি প্রভু' -চরণটি জাতীয় কবির কোন কবিতার অংশ ?
Ans:মানুষ
১৯.নিচের কোন বানানটি শুদ্ধ ?
Ans: জ্যেষ্ঠ
২০.'চাঁদের পাহাড়' কার রচনা?
Ans:বিভূতিভূষণ বন্ধোপাধ্যায়
21.In the interest _ safety,smokingis forbidden.
Ans: of
22.What is the synonym of ‘lunatic’?
Ans:mad
23.Which of the following is in plural form?
Ans:media
24.There were _ guests than I expected.
Ans: fewer
25.Safina wore a beautiful necklace made _ silver.
Ans: of
26.‘Brain-box’ means-
Ans:intelligent person
27.Which one of the following words is in feminine form?
Ans:nun
28.The plural form ‘ox’ –
Ans: oxen
29.Which one of the following words is a neuter gender?
Ans:table
30.Which one is not synonym of ‘definite’?
Ans:vague
31.‘We read novels’- passive voice form-
Ans: Novels are read by us
32.Find the pair of words similar to Hospital:Patient -\
Ans:Restaurant: Customer
33.The synonym of ‘exposed’ is –
Ans:open
34.The antonym of ‘pure’ is :
Ans: adulterated
35.Which is correctly spelt?
Ans: coffee
36.The act of doing deliberate damage to something is called-
Ans: sabotage
37.Many a little pickle makes a _ .Fill the blank space
Ans:mickle
38.‘Pay careful attention to something’is meant by word-
Ans:heed
39.‘In black and white’ means-
Ans:In writing
40.It is time for _ his bad habits.
Ans: changing
41. ২০,২৩,২৬,২৯,.... ধারাটির ৩১তম পদ কত ?
Ans: ১১০
৪২.১ হতে ৫০এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে ?
Ans:১৫টি
৪৩.কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৬৬০০টাকা হয়।মুনাফা আসলের ৩/৮ অংশ হলে,আসলের পরিমাণ কত ?
Ans:৪৮০০টাকা
৪৪.নিচের ভগ্নাংশোগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম ?
Ans:৭৫/১০০
৪৫.৮৪টাকা কত টাকার ৮.৭৫%?
Ans:৯৬০
৪৬.১.৮ হেক্টর সমান কত একর ?
Ans:৪.৫
৪৭.a+b=8 ও ab=15 হলে a^2-b^2 সমান কত ?
Ans: 16
৪৮.৪:১৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি ?
Ans: ২:৪
৪৯.ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে ১টি বৃত্তের ক্ষেত্রফল কতটুক হ্রাস পেল?
Ans :৩৬%
৫০. x=-3 হলে 9x^2+17x+25 এর মান কত ?
Ans:55
৫১. x/3-x/5=2 এর সমাধান নিচের কোনটি?
Ans:15
৫২.কোন সংখ্যার একতৃতীয়াংশ ও একচতুর্থাংশ এর পার্থক্য ২.৫?
Ans: ৩০
53.If 2^4y=256,then 3^y equals-
Ans: 9
54.x^2- √5x +1=0,find value of x^2- 1/x^2.
Ans: √5
৫৫.২০জনে যে সময়ে ১টি কাজ করতে পারে ,কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ সময় বেশি লাগবে ?
Ans:২.৫
৫৬.এ বছর কোন তারিখে পালন করা হয়েছে?
Ans: ৫মে
৫৭.স্বাধীনতা যুদ্ধে সমগ্র রণাঙ্গনকে কতটি সেক্টরে বিভক্ত করা হয় ?
Ans: ১১টি
৫৮.মানুষের শরীরে কত জোড়া ক্রোমোসোম রয়েছে ?
Ans : ২৩
৫৯.বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
Ans:৩৫০
৬০.বাংলাদেশের জনসংখা বৃদ্ধির হার কত?
Ans : ১.১%
৬১.২০১৮ সালে কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
Ans:২১
৬২.Ebola কী ?
Ans: ভাইরাস
৬৩.চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় -
Ans: বায়োইনফরমেটিক্স ।
৬৪.জনসংখার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ রাষ্ট্র ?
Ans: ৮ম
৬৫.সবচে ঘনবসতিপূর্ণ দেশ?
Ans: মোনাকো
৬৬.DNA ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয় -
Ans:বায়ােইনফরমিেটক্স।
৬৭.বাংলাদেশ আওয়ামীলীগ কোন সনে প্রতিষ্ঠিত হয়?
Ans :১৯৪৯
৬৮.টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বশেষ রাঙ্কিং কত ?
Ans: ৮ম
৬৯.এখন হিজরি সনের কততম মাস চলছে ?
Ans: ৮ম
৭০.বিশ্ব জনসংখা দিবস কোনটি ?
Ans: ১১জুলাই
BCS PRELIMINARY & WRITTEN
Learn from scratch to become a first class officer.
BANK JOBS
A huge collection of Bank Job Questions to guide you through.
NTRCA
Easy and simple way to succeed.
GOVT. JOBS
StudyPress has solutions of ALL previous govt job tests.
MBA ADMISSION TEST
Worried about Math and English? Try Studypress
CURRENT NEWS
Every Important News updates for Job Preparation.
MISTAKE LIST
Something you will find nowhere else, but you need the most.
ALL PREVIOUS QUESTION & SOLUTIONS
The test was held yesterday? Solution is here!!
Login Now