১.চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
Ans: দাড়ি
২. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ২৫
বছরে সুদে-মূলে ৪ গুণ হবে
Ans: ১২%
৩. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় কত?
Ans: ৫০
৪. কৈশর’ (কৈশোর)শব্দের প্রকৃতি ওপ্রত্যয় কোনটি?
Ans: কিশোর+ষ্ণ
৫. নিচের ভগ্নাংশগুলাের মধ্যে বৃহত্তম কোনটি?
Ans: ২/৩
৬. x^ -3 - 0.001 = 0 হলে, x2 এর মান-
Ans: 100
৭. নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেইলএড্রেস?
Ans: rasel@yahoo.com
৮.The chain was -than we thought-
Ans: stronger
৯.সন্ধি বিচ্ছেদ করুন : ক্ষুৎপিপাসা –
Ans: ক্ষুধ্ + পিপাসা
১০. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট?
Ans: মালদ্বীপ
১১. which of the noun is used in the feminine form?
Ans: moon
১২. 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর
কার লেখা?
Ans: জীবনানন্দ দাস
১৩. 'সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই'-উক্তিটি কার?
Ans: চন্ডীদাস
১৪. রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে।ঘণ্টায় ৪৫ কি. মি. বেগে ধাবমান ১৫০ মি. লম্বা একটি ট্রেন কত সময়ে ঐ তালগাছটি অতিক্রম করবে?
Ans: ১২ সেকেন্ড
১৫. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশিত হয় কোন সনে?
Ans: ২০১২ সনে
১৬. One should be careful about_duty-
Ans: one's
১৭. 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
Ans: অসীম সেট
১৮. নোবেল পুরস্কার প্রবর্তকের মূল ও আবিষ্কার প্রধানতঃ কি কাজে ব্যবহৃত হয়?
Ans: শিল্প উন্নয়নের জন্য
১৯. লাজওয়াব' শব্দটির লা’ কোন ধরনের উপসর্গ?
Ans: আরবি উপসর্গ
২০. ‘রাবনের চিতা'-বাগধারাটির অর্থ কী?
Ans: চির অশান্তি
২১. The indirect form of the sentence "Farida said to her mother,Ishall go to bed now,” is-
Ans: Farda told her mother that she would go to bed then
২২. Shakespeare is known mostly for his-
Ans: drama
২৩.৬১২ টাকায় একটি একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?—Ans: ৭৯২
২৪. A pilgrim' is a person who undertakes a journey to a –
Ans: Holy place
২৫. Man of straw means -
Ans: worthless man
২৬.৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
Ans: ৩
২৭. যার দুই হাত সমান চলে, তাকে কি বলে?
Ans: সব্যসাচি
২৮. ঐতিহাসিক ‘একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল?
Ans: ৮ ফালগুন
২৯.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র—
Ans: স্ফিগমোম্যানোমিটার
৩০. ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
Ans: অ্যাসকরবিক এসিড
৩১. এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’– বাক্যটি কোন কালের —
Ans: পুরাঘটিত বর্তমান
৩২. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
Ans: কার্বন ডাই-অক্সাইড
৩৩. Nasima arrived while I_ the dinner-
Ans: was cooking!
৩৪. নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন–
Ans: বুদ্ধিজীবী
৩৫. ‘এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি’- পঙক্তিটির রচয়িতা কে?
Ans: সুকান্ত ভট্টাচার্য
৩৬. The train _from Rangpur-
Ans: has already arrived
৩৭. ঈস্ট (Yeast) কি?
Ans: একটি ছত্রাক
৩৮. The correct sentence of the following –
Ans: The Padma is the longest river in Bangladesh
৩৯. 'আগুনের পরশমণি' উপন্যাসের উপজীব্য বিষয় কি?—
Ans: মুক্তিযুদ্ধ।
৪০. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?—
Ans: বেতার।
৪১. একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযােজক রেখাকে বলে?—
Ans: জ্যা
৪২. x2 – 3x + 2 এর একটি উৎপাদক কোনটি?–
Ans: x-1
৪৩. যা দীপ্তি পাচ্ছে’-এক কথায় প্রকাশ করুন।—
Ans: দেদীপ্যমান
৪৪. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?—
Ans: ১/১০০০০০০।
৪৫. ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন—
Ans: ইলতুৎমিশ।
৪৬. Identify the correct passive form of-He is going to open a shop.-
Ans: A shop is going to be opened by him.
৪৭. Nine men were concermed _ the plot.
Ans: for
৪৮. ৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ :৭: ১০ অনুপাতে টুকরা করা হয়েছে।ছোট টুকরাটি কত মিটার?—
Ans: ৯
৪৯. কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হত?
Ans: মুঘল আমলে।
৫০. দূরপ্রাচ্যের (Far-East) দেশ –
Ans: জাপান।
৫১. "A Voyage to Liliput" is written by—
Ans: Jonathan Swift
৫২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?—
Ans: ৩০
৫৩. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?—
Ans: ১৮১।
৫৪. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচীতে ছিল?—
Ans: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান।
৫৫. If we want concrete proof, we are looking for-
Ans: clear evidence
৫৬. কপোল এর প্রতিশব্দ কী?–
Ans: গাল।
৫৭. সন্ন্যাসী’ এর বিপরীত শব্দ কোনটি?–
Ans: গৃহ।
৫৮. Which is the correct spelling? –
Ans: Achievement
৫৯. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয়?
Ans: ১৭ এপ্রিল
৬০. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?
Ans: আব্রাহাম লিংকন।
৬১. বরেন্দ্রভূমি নামে পরিচিতি –
Ans: রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ।
৬২. সমকোণী ত্রিভুজের সমকোণের। বিপরীত একটি কোণ 50° হলে অপর কোণটি কত?
Ans: 40°
৬৩. কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী। গণিতে ফেল করল। যদি উভয়। বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস। করেছে?
Ans: ২৩ জন।
৬৪. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ শিক্ষার জন্য | সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে?–
Ans: ১৭।
৬৫, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে—
Ans: আয়তক্ষেত্র।
৬৬. ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পীঃ
Ans: শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৬৭. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্নঃ—
Ans: ৩।
৬৮. Find out the correct synonym of 'tenuous'—
Ans: thin
৬৯.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন—
Ans: উথান্ট।
৭০. যদি x+ 3y = 40 এবং y = 3x হয়, তবে y = ?
Ans: 12
৭১. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
Ans: বীর উত্তম।
৭২.সন্ধি বিচ্ছেদ করুন –কথাচ্ছলে
Ans: কথা + ছলে।
৭৩.He lives _ comfortable life.
Ans: a
৭৪. ৩/৪,৪/৫,৫/৬ এর গ.সা.গু. কত?
Ans: ১/৬০
৭৫. "Out and Out" means –
Ans: Thoroughly
৭৬. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে—
Ans: ROM
৭৭, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?–
Ans: কোনোটিই নয়।
৭৮.The word 'Gravity is—
Ans: a noun
৭৯. The invigilator made us _ our identity card at the test cnter.
Ans: show
৮০. ডাক্তার ডাক-বাক্যটিতে ‘ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Ans: কর্মকারকে শূন্য বিভক্তি।
BCS PRELIMINARY & WRITTEN
Learn from scratch to become a first class officer.
BANK JOBS
A huge collection of Bank Job Questions to guide you through.
NTRCA
Easy and simple way to succeed.
GOVT. JOBS
StudyPress has solutions of ALL previous govt job tests.
MBA ADMISSION TEST
Worried about Math and English? Try Studypress
CURRENT NEWS
Every Important News updates for Job Preparation.
MISTAKE LIST
Something you will find nowhere else, but you need the most.
ALL PREVIOUS QUESTION & SOLUTIONS
The test was held yesterday? Solution is here!!
Login Now