১৯২১ সালের -এইদিনে সোভিয়েত ইউনিয়নের পরমাণু বিজ্ঞানী "আন্দ্রে শাখারভ" জন্মগ্রহণ করেন। তিনি সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী, ভিন্নামতাবলম্বী এবং মানবাধিকার কর্মী ছিলেন। তিনি সোভিয়েত হাইড্রোজেন বোমা'র জনক হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন।
May 21
আজকের দিনে
১৯১১ সালের -এইদিনে স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ "উইলিয়ামিনা ফ্লেমিং" মৃত্যুবরণ করেন। তিনি স্কটল্যান্ডের ডান্ডিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রবার্ট স্টিভেন্স এবং মা মেরি ওয়াকার স্টিভেন্স।